reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

আইইউবিতে ‘বাংলাদেশে জবাবদিহিতা : বিষয় ও বিতর্ক’ শীর্ষক সম্মেলন

‘বাংলাদেশে জবাবদিহিতা : বিষয় ও বিতর্ক’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন ২৯ মার্চ বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা, ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম এই সম্মেলনের আয়োজন করে।

এই সম্মেলন আয়োজনের উদ্দেশ্য ছিল মূলত দুটি। প্রথমত, বাংলাদেশের বিভিন্ন পর্যায় ও পরিস্থিতিতে জবাবদিহিতার ক্ষেত্র চিহ্নিতকরণ এবং দ্বিতীয়ত, সম্মেলনে প্রাপ্ত সুপারিশগুলো বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন, সুশাসন, ব্যক্তিগত দায়বদ্ধতা, মানবতা, সততা, আর্থ-সামাজিক ও পরিবেশগত উন্নয়ন, গণমাধ্যমের কার্যকারিতা এবং স্বাস্থ্য খাতে কাজে লাগানো।

দিনের শুরুতে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের কার্যক্রমের উদ্বোধন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে বিষয়ভিত্তিক উপস্থাপনা রাখেন আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেস প্রোগ্রামের প্রধান অধ্যাপক ইমতিয়াজ এ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও বিজনেস অনুষদের ডিনরা।

দিনব্যাপী এই সম্মেলনে ছিল ১১টি কার্যকর ও একটি মূল অধিবেশন। সর্বমোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৪টি প্রতিপাদ্য বিষয় সম্মেলনে উপস্থাপিত হয় যেগুলো উপস্থাপন করেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং পেশাভিত্তিক বিশেষজ্ঞরা।

সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য ড. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন, সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন, সেন্টার ফর গভর্নেস স্টাডিজের চেয়ারম্যান ড. আতাউর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সালিমুল্লাহ খান, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন ড. ফরিদ সোবহানী এবং সরকারের ফাইন্যান্স মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist