reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

চবির মার্কেটিং বিভাগের রজতজয়ন্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মার্কেটিং বিভাগের ২৫ বছর পূর্তি ‘রজতজয়ন্তী’ উপলক্ষে ওই বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী (২৯-৩০ মার্চ) বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির প্রথম দিন আনন্দ র‌্যালি, উদ্বোধন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন র‌্যালি, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার ছিল। উপাচার্য এ বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটেন।

২৯ মার্চ বৃহস্পতিবার চবি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর এ জে এম নূরুদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

চবির মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর সজীব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন প্রফেসর ড. মো. শওকতুল মেহের, প্রফেসর এস এম সালামত উল্লাহ ভূঁইয়া, প্রফেসর সৈয়দ আহসানুল আলম ও প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও সহযোগী অধ্যাপক দীপান্বিতা ভট্টাচার্য। উপাচার্য এ বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist