reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০১৮

ইউআইটিএসের তৃতীয় সমাবর্তন ২৯ মার্চ

ইউনিভার্সিটি অব ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) তৃতীয় সমাবর্তন ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেবেন বিশ্ববরেণ্য মোটিভেশনাল স্পিকার শিব খেরা। ইউআইটিএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত দুটি সমাবর্তনে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ উপস্থিত থেকে সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে তাদের জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এবার যিনি আসছেন তিনিও বিশ্বখ্যাত ব্যক্তিত্ব। শিক্ষার্থীরা যাতে তাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত ও উৎসাহিত হয় এবং এর মাধ্যমে এ দেশে যাতে গুণিজন সৃষ্টি হয় সে উদ্দেশ্যেই বিশ্ববরেণ্য ব্যক্তিদের আনার চেষ্টা করে ইউআইটিএস। এ সমাবর্তনে স্কুল অব বিজনেসের ৪ হাজার ৭৮ জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ৩

হাজার ৭৮৫ জন ও স্কুল অব

লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ৯৭৪ জন মিলিয়ে মোট ৮ হাজার ৮৩৭ জন গ্র্যাজুয়েটকে সনদ

দেওয়া হবে। যাদের মধ্যে পাঁচজনকে চ্যান্সেলর গোল্ড মেডেলসহ ২৮ জনকে গোল্ড মেডেল দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist