reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০১৮

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপনে মাইলস্টোন কলেজে নানা আয়োজন

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদ্যাপন উপলক্ষে বর্ণিল সব আনন্দ আয়োজনে মেতেছিল রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। ঐতিহাসিক এ অর্জন উপলক্ষে মাইলস্টোন কলেজ আয়োজিত প্রাণবন্ত সব আয়োজনমালার মধ্যে ছিল চোখ ধাঁধানো আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। গত ২২ মার্চ মাইলস্টোন কলেজের মন মাতানো এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হারুন-অর রশিদ। অনুষ্ঠানে অতিথি ছিলেনমাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সব আনন্দ আয়োজনে আরো উপস্থিত ছিলেন কলেজের সব অনুষদের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সব কর্মচারী-কর্মকর্তা। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হারুন-অর রশিদ বলেন, উন্নয়নের মহাসড়কে স্বপ্নিল অগ্রযাত্রায় বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য। যার ফসল জাতিসংঘের ত্রি-সূচকে বাংলাদেশের অভাবনীয় উত্তরণ। একাত্তরে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা আরো বলেন, বাংলাদেশ এখন আর স্বল্পোন্নত নয়, দুর্বার গতিতে এগিয়ে চলা উন্নয়নশীল দেশ। এসবই সম্ভব হয়েছে জনগণ ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist