reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০১৮

গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বক্তারা

বঙ্গবন্ধুর অবিচল নেতৃত্বের কারণে জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। আলোচনা সভায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের পটভূমি এবং বঙ্গবন্ধু ও বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব’ শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির মুক্তির ইতিহাস ও বিশ্বের ইতিহাসে বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অবিচল নেত্বত্ব ও বুদ্ধিদীপ্ত কৌশলের কারণে কম সময়ের মধ্যে বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছে। এই অবিসংবাদিত নেতাকে বুঝতে হলে নতুন প্রজন্মকে তার কর্মজীবনকে জানতে হবে, বুঝতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist