reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০১৮

চুয়েটে ‘ভৌগোলিক তথ্যব্যবস্থা’ বিষয়ে প্রশিক্ষণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইট্স অ্যাপ্লিকেশন’ শীর্ষক ভৌগোলিক তথ্য ব্যবস্থাবিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ শর্টকোর্স সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ডসøাইড রিসার্চ (সিআরএইচএলআর) অনুষ্ঠানের আয়োজন করে। ১৩ মার্চ মঙ্গলবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে ওই শর্টকোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিআরএইচএলআরের চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজ আকতার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিআরএইচএলআরের গবেষণা প্রভাষক আহাদ হাসান তানিম। পরে অনুষ্ঠান শেষে শর্টকোর্সে অংশগ্রহণকারী ৩৫ জন প্রকৌশলী, আর্কিটেক্ট ও প্রফেশনাল্সদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist