reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০১৮

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কুবির ৯ শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক পেয়েছেন। তার মধ্যে তিন শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত। আরো একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক অর্জন করলেও তিনি বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত।

স্বর্ণপদক পাওয়া শিক্ষকরা হলেন বাংলা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ রাজু, পরিসংখ্যান বিভাগের প্রভাষক দিপা রানী দাস, অর্থনীতি বিভাগের প্রভাষক স্বর্ণা মজুমদার এবং সিএসই বিভাগের প্রভাষক খাইরুন নাহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করেন। উল্লেখ্য, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৫-১৬ প্রদান অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ অনুষ্ঠিত হয়। এ বছর ২৬৫ কৃতী শিক্ষার্থীকে এ পদক দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist