reporterঅনলাইন ডেস্ক
  ১২ মার্চ, ২০১৮

রাবি মহিলা ক্লাবের পিঠা উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের আয়োজনে পিঠা উৎসব-২০১৮ ২ মার্চ শুক্রবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ক্লাব সদস্যদের তৈরি বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা-পুলি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা উপস্থিত ছিলেন। সেখানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, জনংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ক্লাবের বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও প্রদান দেওয়া হয়। ক্লাবের সভাপতি মনোয়ারা সোবহান ও সহসভাপতি রমা পোদ্দার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাগাডুলি, লুডু (একক ও দ্বৈত), দাবা, তাস ও ক্যারামসহ (একক ও দ্বৈত) অন্যান্য বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্লাবের সম্পাদিকা রেবেকা আসাদের সঞ্চালনায় পিঠা উৎসবের সার্বিক সমন্বয় করেন ক্লাবের কোষাধ্যক্ষ শরিফা জাকারিয়া। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist