reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০১৮

চবিতে অস্ট্রেলিয়ায় স্কলারশিপে ভর্তি বিষয়ক সেমিনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অস্ট্রেলিয়া এওয়ার্ডস অফিস, বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় সমিতির কার্যালয়ে অস্ট্রেলিয়ায় সরকারি স্কলারশিপে ভর্তিবিষয়ক একটি সেমিনার ৪ মার্চ রোববার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনার উদ্বোধন করেন। উপ-উপাচার্য তার ভাষণে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার পথ প্রসার ও বিকাশে শিক্ষক সমিতি কর্তৃক একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত বন্ধুবৎসল। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের পর পরই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী বন্ধুপ্রতিম দেশসমূহের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। এবারের রোহিঙ্গা সংকটেও এই বন্ধুপ্রতিম দেশটি আমাদের সহযোগী হিসেবে কাজ করছে। আজকের সেমিনার তরুণ শিক্ষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ, তারা এ সুযোগের যথার্থ ব্যবহারে দায়িত্বশীল হবেনÑতিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার লুইস জেনিয়ন ও স্কলারশিপ কো-অর্ডিনেটর কাঞ্চন খিসা। এতে স্বাগত বক্তব্য দেন চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দাস। চবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সমিতির উপ-কমিটির আহ্বায়ক আবদুল হকের পরিচালনায় এ সেমিনারে প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist