reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মার্চ, ২০১৮

চুয়েট শিক্ষক সমিতি

অধ্যাপক সামসুল সভাপতি, অধ্যাপক সাদিকুল সম্পাদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন সভাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিকেলে প্রধান নির্বাচন কমিশন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কমিটির অন্যান্য ছয়টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন সহসভাপতি যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক পদে যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরাফাত রহমান, কোষাধ্যক্ষ পদে মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হুমায়ুন কবির, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম শাহজাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান, দুটি নির্বাহী সদস্য পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক ও পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান। এবারের নির্বাচনে মোট ২৫০ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোট দেন। এতে সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন পেয়েছেন ৯৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ পেয়েছেন ৮৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব পেয়েছেন ৫৯ ভোট। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist