reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মার্চ, ২০১৮

ইবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন যারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫ ও ২০১৬ সালে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত পাঁচ অনুষদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করেছেন। ২৫ ফেব্রুয়ারি রোববার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্বর্ণপদক প্রদান করেন। স্বর্ণপদক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক লাভ করেন ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাহমুদুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের মো. হাফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিমুল রায়, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের মোসা. রজবা খানম এবং ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের সুমন বিশ্বাস। অন্যদিকে ২০১৬ সালে স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক লাভ করেন ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. সাঈদ আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিঠুন বৈরাগী, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের সোহরাব হোসেন এবং ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত গণিত বিভাগের মো. আবদুল আলিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, ড. মো. শাহিনুর রহমান ও ড. মো. সেলিম তোহা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist