reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০১৮

স্ট্যামফোর্ডে দুটি অনুষ্ঠান

স্ট্যামফোর্ড ল’ইয়ার্স অ্যাসোসিয়শনের উদ্যোগে এক পুনর্মিলনী গত ২২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এতে অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার এ কে এম ফারহান, উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী, আইন অনুষদের ডিন ও চেয়ারম্যান ব্যারিস্টার সাজ্জাদ হোসেন এবং সহকারী অধ্যাপক সেলিনা আক্তার প্রমুখ।

অন্যদিকে স্ট্যামফোর্ড ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ফার্মাসিউটিক্যালস-প্রোডাক্ট অব দি ইয়ার ২০১৮; ফার্মাসিস্টদের করণীয় শীর্ষক আলোচনা সভা ২১ ফেব্রæয়ারি বুধবার ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান ও অতিথি হিসেবে স্ট্যামফোর্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে লুতফুল কবির, ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমানসহ ওষুধশিল্পে কর্মরত বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পলাশ গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist