reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

মাইলস্টোন কলেজ বিএনসিসি প্লাটুনের সাফল্য

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) রমনা রেজিমেন্টের আওতাধীন সব ব্যাটালিয়নের ক্যাডেটদের সমন্বয়ে রেজিমেন্ট ক্যাম্প ২০১৭Ñ১৮ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার বাইপালে বিএনসিসি একাডেমিতে অনুষ্ঠিত এই ক্যাম্পে মাইলস্টোন কলেজ বিএনসিসি প্লাটুন হতে সাতজন পুরুষ ক্যাডেট, চারজন্য মহিলা ক্যাডেট এবং দুজন পিইউওসহ মোট ১৩ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ক্যাম্পে মাইলস্টোন কলেজের ক্যাডেট ল্যান্স করপোরাল মো. দ্বীন ইসলাম শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন। মাইলস্টোন কলেজের ক্যাডেট মো. রেজওয়ান আহমেদ ইংরেজি ভাষায় উপস্থিত বক্তৃতায় এবং বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য ক্যাডেট হ্যাপি মারমা মেডেল প্রাপ্ত হন। ক্যাম্পের শেষ দিন রেজিমেন্টাল প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে প্রাধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। ক্যাম্পে মাইলস্টোন কলেজের ক্যাডেটরা সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা, ব্যান্ড ও প্যারেড প্রতিযোগিতায় অসাধারণ সফলতা অর্জন করে। এজন্য বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফেরদৌস (এনডিসি, পিএসসি) মাইলস্টোন কলেজ প্লাটুনের প্রশংসা করেন এবং তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন। এ ছাড়া মাইলস্টোন কলেজ বিএনসিসি ক্যাডেটদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেনÑকলেজটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist