reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ইবি মার্কেটিং বিভাগে নবীনবরণ

ব্যাপক উৎসাহ আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে নব নিয়োগপ্রাপ্ত তিনজন শিক্ষক এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার ব্যবসায় প্রশাসন অনুষদের ১০২ নম্বর কক্ষে মার্কেটিং বিভাগের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুুুবুল আরফিন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সুতাপ কুমার ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রুহুল আমিন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি মো. আবদুস শাহীদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক কে এম শরফুদ্দিন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, নবাগত শিক্ষক শাহ্ আলম কবির প্রামাণিক, মো. সাদিকুল আজাদ ও মো. মাজিদুল হক। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জোহানা তাজমিম ও ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল হক, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম ও প্রথম বর্ষের শিক্ষার্থী তুলি। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. মো. জাকারিয়া রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। ভর্তি হওয়ার এ সুযোগ তোমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, তোমরা শিক্ষাজীবনের একটি গ-ি পেরিয়ে জ্ঞানের বিশাল জগতে প্রবেশ করেছ। প্রতিনিয়ত জ্ঞান আহরণের মধ্য দিয়ে তোমরা নিজেদের সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে যোগ্য হয়ে উঠবে-এই প্রত্যাশা করি। তিনি আরো বলেন, বিভাগে শিক্ষক সংকট থাকলেও আমাদের বিভাগে সেশনজট নেই। নব নিয়োগপ্রাপ্ত তিনজন শিক্ষককে পেয়ে আমি মনে করি মার্কেটিং বিভাগের সাফল্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist