reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

হাবিপ্রবিতে কৃষিবিদ দিবস পালিত

বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান-এ সেøাগানকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৩ মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষিবিদ দিবস ২০১৮ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের নিয়ে কৃষিবিদ দিবসের র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এরপর দিবসের তাৎপর্যের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ইমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল এবং প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক ড. মো. রাশেদুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist