reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

রাবিতে সাংবাদিকতা শিক্ষায় নেটওয়ার্কিং কনফারেন্স

বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সভাপতিদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রæয়ারি শুক্রবার দিনব্যাপী এ কনফারেন্সের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহান।

অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথি অধ্যাপক আবদুস সোবহান বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা। অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকতায় আরো বেশি দায়িত্বশীল হতে হবে। এ জন্য নীতি ও আইন মেনে চলে সাংবাদিকতা করতে হবে। এটি নির্ভর করে একজন সাংবাদিকের সততা ও মানসিকতার ওপরে। আপনি একটি ফরমায়েশি নিউজ করে সত্যকে চাপা দিতে পারবেন না। সত্য ঠিকই বের হয়ে আসবে।’

‘আমাদের সর্বদা মনে রাখতে হবে কেউই নিরপেক্ষ নয়। সব জায়গায় দুটি পক্ষ থাকে। এখানে সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পথে থাকায় চ্যালেঞ্জ। আপনি এগুলোর পক্ষে থাকুন, আপনি নিরপেক্ষ’ বলছিলেন উপাচার্য আবদুস সোবহান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘বাংলাদেশে ৩ থেকে ৪ কোটি মানুষ বেকার। কারণ তাদের কোনো প্রায়োগিক দক্ষতা নেই। সাংবাদিকতাও যেহেতু একটি মহৎ পেশা তাই এখানেও প্রায়োগিকতা প্রয়োজন আছে। এই ধরনের কনফারেন্স সাংবাদিকতার শিক্ষার্থীদের আরো বেশি দক্ষ করে তুলবে, যা তাদের ভবিষ্যৎ পেশাজীবনে কাজে দেবে।’

রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডয়েচে ভেলে একাডেমির এশিয়া ও ইউরোপের আঞ্চলিক প্রধান মিশেল কারসেন। রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে দিনব্যাপী এ কনফারেন্সে সাংবাদিকতায় নেটওয়ার্কিংবিষয়ক বিভিন্ন দিক উপস্থাপিত হয়।

সহকারী অধ্যাপক নাজিয়াত হোসেন চৌধুরীর সঞ্চালনায় কনফারেন্সে বাংলাদেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist