reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

মানবসম্পদ উন্নয়নে এডিবি আইটি প্রকল্প শুরু করতে আগ্রহী

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাউথ এশিয়া ডিপার্টমেন্টের হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট এরিক এ ব্লুমের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে ৭ ফেব্রুয়ারি বুধবার ইউজিসি অডিটোরিয়ামে এক সভা করে। সভায় এডিবি বাংলাদেশের কতিপয় বিশ্ববিদ্যালয়সমূহে অবকাঠামোগত উন্নয়ন এবং আইটি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে আইটি প্রকল্পগুলো শুরু করতে চায়।

এ সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. মো. আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মো. খালেদ উপস্থিত ছিলেন। এরিক এ ব্লুমকে এডিবির কনসালট্যান্ট মহিউদ্দিন আলমগীর আলোচনাকালে সহায়তা করেন। সভায় এরিক এ ব্লুম বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা ও গবেষণার উন্নয়ন ও আধুনিকায়নে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। সভায় ইউজিসি চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেন প্রফেসর ইউসুফ আলী মোল্লা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রস্তাবিত প্রকল্পসমূহ আইটি এবং কৃষি খাতে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist