reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০১৮

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পাঠদানের ওপর ওয়ার্কশপ

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাস মুন্সিগঞ্জের হামদর্দ নগরে ৩১ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ইফেক্টিভ ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ফর ক্লাসরুম প্র্যাক্টিশনার্স’ বিষয়ের ওপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম আনজুম, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইসমাঈল জবিউল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শওকত আলীসহ বিভিন্ন কলেজ ও মাদরাসার অধ্যক্ষ এবং ইংরেজি বিষয়ের শিক্ষকরা। সেমিনারটির মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদিরুল ইসলাম। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল কীভাবে ইংরেজির শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষার্থীদের ভালোভাবে ইংরেজি পাঠদান করবেন এবং কীভাবে তারা ক্লাসে বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist