reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০১৮

বেরোবির সঙ্গে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সমঝোতা চুক্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক (ডিপিওডি) মো. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর মো. আতিউর রহমান ও মো. ছদরুল ইসলাম সরকার, উপাচাযের্র একান্ত সচিব মো. আমিনুর রহমান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এসব চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি শিক্ষা এবং গবেষণা সংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীবিষয়ক বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist