reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিদ্যাপীঠে রূপান্তর করা হবে

উপাচার্য ড. এমরান

‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় বিশ্বদ্যিালয় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাস্থ জাতির জনকের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। শোভাযাত্রা শেষে ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞার সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় আজকের এই দিনটিকে একটি বিশেষ দিন উল্লেখ করে উপাচার্য বলেন, ছাত্রছাত্রীরা হচ্ছে গ্রন্থাগারের প্রাণ। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয় এখানে জ্ঞানের সৃষ্টি হয়। আমরা জ্ঞানচর্চা করব, জ্ঞানের আদান-প্রদান করব, এখান থেকেই যাত্রা শুরু করব আগামী পথচলা। তিনি আরো বলেন, সবার সহযোগিতা নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। এটাই আমার স্বপ্ন। পরিশেষে তিনি আগামীতে আরো জাঁকজমকপূর্ণভাবে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপনের আশাবাদ ব্যক্ত করেন। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist