reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০১৮

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষকের নৈতিকতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য ওয়ার্কশপ

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আইকিউএসির উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকের নৈতিকতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য’ শীর্ষক কর্মশালা ৩০ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রাইমএশিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রজেক্টের কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের (কিউএইউ) প্রধান প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। ওই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এ এইচ এম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান, বায়োলজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. এ জে এম ওমর ফারুক, আইকিউএসির পরিচালক ড. হেলাল উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহজালালসহ মোট ১৭০ শিক্ষক-শিক্ষিকা কর্মশালায় অংশ নেন। এই কর্মশালার মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চারিত্রিক এবং নৈতিক পর্যায়ে কীভাবে উন্নয়ন ঘটানো যায়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist