reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০১৮

বুয়েটে বায়োলজি অলিম্পিয়াড-২০১৮

ঢাকা দক্ষিণ পর্বে ২২৬ জনকে পুরস্কারে ভূষিত করা হয়

‘প্রাণের টানে পারস্যে’ সেøাগান নিয়ে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জীববিজ্ঞান উৎসব ২০১৮’-এর আঞ্চলিক পর্যায়ের ‘ঢাকা দক্ষিণ পর্ব’ ২৭ জানুয়ারি শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হয়েছে। এবার বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি সারা দেশে ১০টি আঞ্চলিক ও একটি জাতীয় উৎসবের আয়োজন করছে।

অলিম্পিয়াডের ‘ঢাকা দক্ষিণ পর্ব’তে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ বছর তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। ১ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সকাল ১০টায় শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি র‌্যারি ইসিই বিল্ডিংয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বুয়েটের মূল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে অডিটোরিয়ামের সামনে প্রধান অতিথি বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপরে বুয়েটের অডিটোরিয়ামে শুরু হয় সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আরাফাত ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. শহিদুর রশিদ ভূঁইয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশেষ অতিথিদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আরা, বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির ‘ঢাকা দক্ষিণ’ সভাপতি ও ওই অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মিহির লাল সাহা সমাপনী বক্তব্য দেন। বক্তব্য পর্বের পর প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী শুরু হয়। জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারিÑসব ক্যাটাগরি মিলিয়ে মোট ২২৬ জনকে পুরস্কারে ভূষিত করা হয়। জুনিয়র বিভাগে পাঁচজন চ্যাম্পিয়ন হয়, এদের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে প্রথম হয় ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের কারিন আশরাফ এবং ভিকারুননিসা নূন স্কুলের নিশাত নাবিলাহ। সেকেন্ডারি বিভাগে নয়জন চ্যাম্পিয়ন হয়। সর্বাধিক নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয় উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মো. আবু সালেহ আকিব। হায়ার সেকেন্ডারি বিভাগে চ্যাম্পিয়ন হয় ১৬ জন। এদের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুলের জারিন তাসনিম মম ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মনীষা রানী সাহা। ঢাকা দক্ষিণ পর্বটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist