আবীর বসাক, বিটেক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট

তরুণ বস্ত্র প্রকৌশলী ও শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে প্রথমবারের মতো ‘টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট’ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সামিটটি শুরু হয়। সামিটের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইনোভেশন অ্যান্ড ইন্ট্রিপ্রিনিউরশিপ ফর ট্রান্সফরমেশন’। দেশের বস্ত্রশিল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশনাল সার্ভিস অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে সামিটটি উদ্বোধন করেন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস অ্যান্ড কনোলজিস্টের সভাপতি ও হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। এ সময় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) প্রো-ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জাবের-জুবায়ের ফেব্রিকস লিমিটেডের (নোমান গ্রুপ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ জাবের, ডাইসিনের ম্যানেজিং ডিরেক্টর মো. আমানুর রহমান, আকিজ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এম আর জামিল টিপু, অ্যাসেনশিয়াল ক্লোদিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম খান, লুমিনেন্ট ডিঅ্যান্ডএর ম্যানেজিং ডিরেক্টর আরিফ মোহাম্মদ, বিকেএমইএর এক্স-ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজসহ খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কোম্পানি, বায়িং হাউজ, ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট তিনটি সেশন ট্রান্সফরমেশন, ইনোভেশন ও ইন্ট্রিপ্রিনিউরশিপে সাজানো ছিল পুরো অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন টেক্সটাইল টুডের সম্পাদক-প্রকাশক তারেক আমিন। বক্তারা বস্ত্রশিল্পের বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ রূপরেখা, টেকসই উন্নয়ন প্রণোয়নসহ যাবতীয় বিষয়ে জোর দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist