reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৮

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের নবীনবরণ ও র‌্যাগ ডে

বিপুল উৎসাহের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৬তম ব্যাচের ‘নবীনবরণ’ এবং একই বিভাগের ১৫ ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ‘র‌্যাগ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি রোববার ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত ডেতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য বিভাগের উপদেষ্টা, বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মৌসুমী আহমেদ।

প্রধান অতিথি প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ তার বক্তব্যে স্থপতিদের আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করে নিজস্ব জ্ঞান কাজে লাগিয়ে ধ্বংসাত্মক কাজ না করে পরিকল্পিতভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, স্থপতিদের ভালো ও খারাপ দেখার চোখ থাকতে হবে। তাদের ভালো যেমন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, ঠিক তেমনি তাদের খারাপ দৃষ্টিভঙ্গি দেশের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি ইকবাল হাবিব বলেন, দেশকে ঘুরে দাঁড়ানোর সঠিক পথ দেখাতে পারে স্থপতিরা। বাংলাদেশ ইউনিভার্সিটির স্থপতিরা বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে সেই অগ্রণী ভূমিকাই পালন করে চলেছে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকম-লী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উপলক্ষে বিভাগের ছাত্রছাত্রীরা শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist