reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০১৮

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানী ঢাকার ‘রাওয়া কনভেনশন সেন্টার’-এ ইউনিভার্সেল মেডিকেল কলেজের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান) এমবিবিএস চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ গত ১০ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফাতেমা পারভীন চৌধুরীর সভাপতিত্বে¡ এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহারের দিকে বিশেষ লক্ষ রাখতে হবে। আমাদের দেশে রোগী ও চিকিৎসকের স¤পর্ক অত্যন্ত সংবেদনশীল, তাই কর্মক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি সহমর্মী ও নিঃস্বার্থ আচরণ একজন চিকিৎসকের অবশ্য করণীয়। তিনি বলেন, চিকিৎসাসেবা সমাজের সবচেয়ে সম্মানিত পেশা, সেই পেশার যাতে কোনো অপমান না হয় সেটা মাথায় রেখে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যতে সুদক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বিএসএমএমইউর বেসিক সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। এ ছাড়া ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফিরোজ কাদের ও মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল করিম ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এরপর শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ ও উপস্থিত সবাইকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ডা. শারমিন সালাম ও ডা. শাহীন সারওয়ার জয় যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist