reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০১৮

পাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথমবারের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজনে ‘অষ্টম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০১৭’ অনুষ্ঠিত হয়। রসায়ন অলিম্পিয়াড সকালে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। রসায়ন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন-অর-রশিদ এবং আহ্বায়ক রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আরো বেশি আগ্রহী করে তুলবে। শিক্ষার্থীরা রসায়নের নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে। বিজ্ঞানের বিভিন্ন সমস্যাগুলো শিক্ষার্থীরা সহজেই সমাধান করতে পারবে।

প্রতিযোগিতার প্রাথমিক পর্ব রাজশাহী বিভাগীয় অঞ্চলের একাংশের প্রতিযোগিতা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এবং বগুড়া জেলার সব কলেজের শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রায় ৭৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কেম শোতে অংশগ্রহণ করে। প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রথম ২০ শিক্ষার্থীকে মেরিট সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী সেরা ২০ জন কেন্দ্রীয়ভাবে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৮ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। রসায়ন অলিম্পিয়াড রাজশাহী অঞ্চলের একাংশের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল এবং যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ ও হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist