reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৮

ঢাবি বিজ্ঞান ও চারুকলা অনুষদের নবীন শিক্ষার্থীদের পরিচিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্রছাত্রীদের পরিচিতি সভা ১৭ জানুয়ারি বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এই সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিপুলসংখ্যক শিক্ষক ও নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে ভালো হওয়ার যেমন অনেক উপাদান আছে, তেমনি নষ্ট হওয়ার মতোও অনেক উপাদান আছে, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্প্রতি ইস্যু প্রসঙ্গে তিনি অধিভুক্ত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পার্থক্য তুলে ধরেন এবং বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। ক্যাম্পাস ক্লিন এবং গ্রিন রাখার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের জন্ম দেয়। একটি ভালো আচরণ আরেকটি ভালো আচরণের জন্ম দেয়। তাই ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। উপাচার্য আরো বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রাখছে এটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist