গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৮

গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের এমবিবিএস ২৩তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বুধবার স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুচিকিৎসক হওয়ার জন্য পথনির্দেশক সাতটি শপথবাক্য পাঠ করান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

শপথগ্রহণ শেষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম। সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের উত্তরসূরিরা যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ ও পতাকা রেখে গেছেন। তাই সার্বভৌমত্ব আর পতাকার জন্য তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমাদের যুদ্ধ করতে হবে এ দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। আর এ জন্যই নিজ নিজ দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়মশৃঙ্খলা এবং পরীক্ষা-সংক্রান্ত নিয়ম নিয়ে কথা বলেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ-উল-করিম খান, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাকিল মাহমুদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist