reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৮

রাবির দুই স্কুলে বই উৎসব

‘আজকের শিশুরাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার কুশলী কারিগর। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাদের লেখাপড়াকে আনন্দময় করে তুলতে বছরের প্রথম দিনটিতে নতুন ক্লাসের বই তাদের হাতে তুলে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা সফল করার দায়িত্ব আমাদের সবার। শিক্ষার্থীদের জীবনের প্রতিটি দিনই হোক উৎসবমুখর। তবেই হবে তাদের জীবন আনন্দময়।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান ১ জানুয়ারি সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও রাবি শেখ রাসেল মডেল স্কুলে বই বিতরণ উৎসবে এ কথাগুলো বলেন। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, ‘এ দেশের ভবিষ্যৎ তোমাদের ওপরই নির্ভর করছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য বিশ্বমানবতার কল্যাণ। সেই ব্রত নিয়ে শিক্ষার আলোয় আলোকিত তোমাদের জীবন দেশ ও জাতিকে কল্যাণ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তবেই সামগ্রিকভাবে আমরা বিশ্বসমাজে মর্যাদার আসন করে নিতে পারব।’ উপাচার্য সেই লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্রতী হতে আহ্বান জানান।

সোমবার সকালে শেখ রাসেল মডেল স্কুল চত্বরে ও সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে পৃথক পৃথক অনুষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের নতুন শ্রেণির বই দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান। উল্লেখ্য, রাবি স্কুলের ব্যবস্থাপনায় এবারই প্রথম পাঠ্যসূচিসহ নতুন শ্রেণির বই দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। রাবি স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, স্কুল দুটির উপাধ্যক্ষ ও শিক্ষকরা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist