reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৮

গণ বিশ্ববিদ্যালয়ে ‘আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে ‘আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি শনিবার আইকিউএসির সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ পশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। ৫৫ কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালার প্রথম দিনে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. শাহ আলম গাজী আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধারণা দেন। দ্বিতীয় দিনে ৭ জানুয়ারি রোববার প্রশাসনিক ব্যবস্থাপনার বিশদভাবে প্রশিক্ষণ দেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. রাজিবুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নতকরণে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist