reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৮

মাভাবিপ্রবিতে সন্ত্রাসবাদ ও প্রতিরোধ বিষয়ে সম্মেলন

বাংলাদেশ ইনস্টিটিউড অব ক্রাইম অ্যান্ড জাস্টিজ স্ট্যাডিজ (বিআইসিজেএস) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের যৌথ উদ্যোগে ‘কাউন্টার টেররিজিম অ্যান্ড টেররিজম প্রিভেনশন : ফ্রম সোস্যাল সায়েন্স পারসপেকটিভস্’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ৬ জানুয়ারি শনিবার সিপিএস বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিআইসিজেএসের চেয়ারপারসন ও ভার্জিনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিজ বিভাগের প্রফেসর ড. মোকাররম হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ্। স্বাগত বক্তব্য রাখেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের চারটি পর্বে আমেরিকার ভেলোডস্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিজানুর রহমান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রহমতউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক নাজমা শাহীন ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাসুদ রেজা, প্রফেসর ড. সফিকুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও মূল্যায়ন পরীবিক্ষণের ডিন ড. মো. বিন কাসেম, দ্য ডেইলি ফিন্যানশিয়াল এক্সপ্রেস পত্রিকার প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া সেশন চেয়ার ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist