reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৮

কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি

‘নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে দরিদ্র নয়’

চট্টগ্রামের রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তির দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ৫-৬ জানুয়ারি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার মূল পর্বের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে। আমাদের দেশ দরিদ্র হতে পারে, আমাদের নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তবে আমাদের নতুন প্রজন্মকে গুণগত, আধুনিক, প্রযুক্তিগত, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এ জন্য দেশে শিক্ষানীতি করা হচ্ছে। সেটা এখন বাস্তবায়ন হচ্ছে।’

অর্থ মন্ত্রণালয়ের সচিব ও কদলপুর স্কুল অ্যান্ড কলেজ সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি, মাধ্যমিক ও শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. মোহসিন চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজ সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন আহমেদ চৌধুরী। সুবর্ণজয়ন্তীর দ্বিতীয় দিন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন ছিল প্রাক্তণ ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রর কুপন বিক্রি ও কিটস বিতরণের উদ্বোধন। এ ছাড়া হালদা, কর্ণফুলী, মাতামহুরী, পদ্মা, যুমনা, শঙ্খসহ বিভিন্ন স্টলের উদ্বোধন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist