reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৮

মিউজিক্যাল ড্রামা ‘দ্য রেবেল পোয়েট’ নিয়ে নাট্যসফর সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মিজজিক্যাল ড্রামা ‘রাজবন্দির জবানবন্দি’ প্রবন্ধ অবলম্বনে ‘দ্য রেবেল পোয়েট’ মঞ্চস্থ হয়ে গেল ঢাকার নজরুল ইনস্টিটিউট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিনীত ড্রামাটি গত ২ ও ৩ জানুয়ারি নাট্যসফরের অংশ হিসেবে নজরুল ইনস্টিটিউটের আমন্ত্রণে ঢাকায় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের আমন্ত্রণে খুলনা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বন্দিজীবন ও তার বিদ্রোহী চেতনাকে শিল্পের আলোকে তুলে ধরতে ৩৫ মিনিট ব্যপ্তির মিউজিক্যাল প্রযোজনাটি সাজানো হয়েছে তার লেখা প্রবন্ধ, গান ও কবিতার সমন্বয়ে। মিউজিক্যাল ড্রামাটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন প্রভাষক মাজহারুল হোসেন তোকদার। তিনি বলেন, ‘সত্য বচন আজ হরিয়ে যেতে বসেছে, সত্য বলতে, সত্যের সঙ্গে থাকতে মানুষ ভয় পায়। কিন্তু নজরুল সত্যের কাছে তার মেধা, প্রজ্ঞা কিংবা দ্রোহে চির উন্নত শির, তারই মিউজিক্যাল রূপান্তর ‘দ্য রেবেল পোয়েট’। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist