reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০১৮

ইবির চতুর্থ সমাবর্তনে ৭৮ শিক্ষার্থী স্বর্ণপদক পেলেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনে স্নাতকোত্তর পর্যায়ের ৭৮ মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য ৯ হাজার ৩৭২ জন স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী নিবন্ধন করেন। গত ১৬ বছরে পাঁচটি অনুষদের প্রথম স্থান অধিকার করা স্নাতকোত্তর পর্যায়ের ৭৮ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ১৯৯৯-২০০০ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রত্যেক অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে ১৯ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে ১৫ জন, আইন ও শরিয়াহ অনুষদ থেকে ১৬ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ১৯ জন শিক্ষার্থী স্বর্ণপদক পান। তাদের মধ্যে ২০ জনকে ওই দিন মঞ্চে স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল।

চতুর্থ সমাবর্তনের পদক পুরস্কার উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লু বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ৯৮ জন ফ্যাকালটি ফার্স্ট স্নাতকোত্তর শিক্ষার্থীর মধ্যে সমাবর্তনে নিবন্ধিত ৭৮ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist