reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৮

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সৃজনশীলকর্ম প্রদর্শনী

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ২১তম ব্যাচের শেষবর্ষের শিক্ষার্থীদের সৃজনশীলকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিল্পকলার জাতীয় চিত্রশালায় ২৯ ডিসেম্বর শুক্রবার তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এফবিসিসিআইয়ের পরিচালক শমি কায়সার।

আলোচনাপর্ব শেষে সন্ধে ৫টায় তিনি ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির পরিচালক ড. মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের অধ্যাপক চিত্রশিল্পী শাকুর শাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, শান্ত-মারিয়ামের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবির, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. হালিম শেখ, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক, জিডিএমের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহারিয়ার তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তারা। প্রদর্শনী ৩১ ডিসেম্বর রোববার শেষ হয়। প্রদর্শনীতে ওই বিভাগের শেষবর্ষের ৫৪ শিক্ষার্থী তাদের সৃজনশীল টাইপোগ্রাফি, শৌরিল, ইলাস্ট্রেশন, মতিন গ্রাফিকস ও বিভিন্ন প্রোডাক্ট উপস্থাপন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist