reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০১৮

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বসন্তকালীন সিমেস্টার

নানান আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইডব্লিইউ) বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ, নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। এ অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষাকার্যক্রম, সুযোগসুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সঙ্গে শিক্ষাকার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম, কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন। অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক হিসেবে তৈরি হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে সক্রিয় হয়ে মানবীয় গুণাবলির বিকাশ ঘটানোর সুযোগ নেওয়ারও তাগিদ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist