reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০১৮

ডিআইইউর এয়ার রোভার স্কাউটের সপ্তম প্রশিক্ষণে বক্তারা

স্কাউটদের জীবনে দীক্ষা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার ইউনিটের চার দিনব্যাপী রোভার স্কাউটদের সপ্তম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প গত ২৭-৩১ ডিসেম্বর বুধবার থেকে শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল।

ড্যাফোডিল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের রোভার স্কাউট লিডার ও কর্মকর্তা (জনসংযোগ) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্লস ইন রোভার ইউনিটের আরএসএলও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পিআরএস) ও এসএম সালাউদ্দিন মোরসালিন। অনুষ্ঠান পরিচালনা করেন এস আর এম নাজমুল হাসান। এবারের ক্যাম্পে বিশ্ববিদ্যালয় ইউনিটের ২৫ জন রোভার ও ছয়জন গার্লস ইন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় উপকমিশনার (প্রশিক্ষণ) জামিল আহমেদ বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনেপ্রাণে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের বিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি সম্প্রতি ড্যাফোডিল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোয় এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে, যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য

অনুকরণীয় হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, এ ধরনের প্রশিক্ষণের অভিজ্ঞতা স্কাউটদের মধ্যে গভীর মিথস্ক্রিয়তা তৈরির পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উঁচু নৈতিক মান ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ করতে পারে। তিনি এ দীক্ষা ক্যাম্পে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো বেশি সক্রিয়ভাবে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি উন্নত জীবন গড়ে তোলার পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist