reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জানুয়ারি, ২০১৮

খুবির বাজেট অলিম্পিয়াডে কৃতিত্ব অর্জনকারীর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ড. মোজাফফর আহম্মেদ মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও অ্যাকশানএইডের আয়োজনে অনুষ্ঠিত বাজেট অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী বিশেষ কৃতিত্ব অর্জন করেন। এর মধ্যে আল-মুমিন খান স্নেহ জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার-আপ এবং আল-আমিন গাজী খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তাদের প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ ক্রেস্ট, মেডেল ও সনদপত্র দেন।

ওই কৃতী শিক্ষার্থীরা আইন ও বিচার ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালিউল হাসানাতের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং তাদের প্রাপ্ত সম্মাননা ক্রেস্ট উপাচার্যের কাছে হস্তান্তর করেন। উপাচার্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist