reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জানুয়ারি, ২০১৮

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন সবুর খান

শিক্ষা খাতে উদ্যোক্তা তৈরিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ও ডিপ্লোমা ডিগ্রি দিয়েছে কিরগিজিস্তানের নারিন স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এবং কিরগিজিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে নারিন স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্প্রতি সিনেট সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ডি কে ওমুরালিয়েভা আনুষ্ঠানিকভাবে মো. সবুর খানকে এ ডিগ্রি দেন। এর আগে কিরগিজিস্তানের আলা-তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিইেঁ ও প্রেসিডেন্ট মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। পাঁচ শ উদ্যোক্তা তৈরির এক মহৎ উদ্যোগ নিয়ে ড. মো. সবুর খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অব এন্ট্রাপ্রেনারশিপ প্রতিষ্ঠা করেছেন। তিনি পথিকৃৎ উদ্যোক্তা হিসেবে বিজনেস ইনকিউবেটর, স্টার্টআপ ভেঞ্চার ক্যাপিটাল, লেকচার সিরিজ, এন্ট্রাপ্রেনার্স গাইডেন্স প্রোগ্রাম, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, এন্ট্রাপ্রেনার্স মিটআপ, আর ইউ দ্য নেক্সট স্টার্টআপ চ্যাম্পিয়ন ইত্যাদি কার্যক্রম চালু করেছেন, যা উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করেছে। ড. মো. সবুর খান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত এবং কিরগজিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ও সম্মানিত অধ্যাপক হিসেবে ক্লাস নেন। এ ছাড়া প্রায় ২৮ বছর ধরে তিনি বিভিন্ন গণমাধ্যমে লেকচার প্রদান, সাক্ষাৎকার প্রদান ও টক শোতে অংশগ্রহণ করেন। উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরিচালনা করার পাশাপাশি দুটি ভাষায় বই প্রকাশ করেছেন ড. মো. সবুর খান। মো. সবুর খান সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার ডিআইইউ মিলনায়তনে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে সংবর্ধনার দেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইঞ্জিনিয়র এ কে এম ফজলুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist