কামরুন নাহার রুনু

  ১২ এপ্রিল, ২০১৯

শেষ চৈত্রের চিঠি

আমার বিয়োগে

সদ্যজাত শিশুর মতো হোক তোমার নিষ্পাপ সম্ভাবনা

খরায় পোড়া দাওয়ায় শুভ্রতার পায়রা উড়িয়ে

সময়ের শরীরজুড়ে ছড়িয়ে দাও

মৃত্তিকার শীতল সিক্ততা

মেঘ-মায়া চাদর জড়িয়ে অভিশপ্ত নগরের ঠোঁট

অঙ্কুরিত নতুন স্বপ্নযোগে ভিজিয়ে দাও

পাখির সজল দৃষ্টি, আমার রুক্ষতায় যা হয়েছে কুহক নিথর

তোমার পবিত্র বাতাসে চারপাশে জন্ম হোক

হাজারো কোলাহলময় বিশুদ্ধ অনুভূতি

জলের হাত ধরে কচুরিপানার মতো ভেসে যায় প্রহর

আজ নবজাগরণে জাগ্রত হোক শুদ্ধ মানুষের স্রোত

উপসংহার মানে শূন্যতা নয়

জেগে উঠুক উর্বর পলির মতো

মায়ের ভালোবাসার মতো সত্য সুন্দর মানবতার সুঠাম স্তম্ভ

হে প্রত্যাশার দিন, হে আগামী

তোমাকে স্বাগতম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close