ওগো শর্মি
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ০০:০০
শতাব্দী জাহিদ
ভরদুপুরের ফরসা বৈশাখ
মেঘে মেঘে ঝড় তোলে কৃষ্ণকলি আলো।
হুহু বাতাস ওড়নায় বেঁধে
অফিস ক্লান্তি পোষ মানিয়ে, ঠিকানায় ফেরো তুমি।
আর আমরা দুজন, মানে-শিল ও বাজ
আদম লোভে তোমার দরজায়
ছায়া হয়ে থাকি।
ইতি
শর্মি
"