মৃধা আলাউদ্দিন

  ১২ এপ্রিল, ২০১৯

পাতা কুড়ানো দুপুর

জীর্ণতা মুছে ফেলে আমরা হেঁটে যাই রৌদ্দুরে; সামনে সমুদ্রের কাছে। সুন্দর ষড়ৈশ্বর্যে...

সানকিতে বাড়া ভাত নুনের সালুনÑ ভাজা ইলিশ, পান্তা ও পোড়া মরিচÑ যেন শব্দ ও নৈঃশব্দের মধ্যে উড়ে আসে, ডেকে যায় বৈশাখ।

রেশমি চুড়ি লাল ফিতে পুঁতির মালায় হেঁটে যায় সোনালি বিকেল মেঘবালিকা প্রেয়সী আমার...

২.

বারবার ফিরে আসে চৈত্রের দাবদাহ, ঝড়-ঝাপটাÑ তুমুল বৈশাখ। তুলে রাখি কামানের শব্দের মতো ধ্বংস ও বিনাশ। আকবরের খাজনা আদায়ের সমস্ত ইতিহাস উঠে আসে আমাদের আঙিনায়...

চৈত্রের ফাঁকা মাঠ মেঠোপথ নাগরদোলা সন্ধ্যারাত আনন্দ-আবেগে আমরা পার করি আরো কয়েকটি বসন্ত। ডুগডুগির শব্দের মতো কেটে যায় রাত। আমাদের বৈশাখ।

দূরপ্রবাসে ঘরে-বাইরেÑ অন্দরে দেখি বৈশাখ। সন্ধ্যায় জ্যামিতির মতো ফিরে আসে আনন্দের রাশ রাশ কাটলেট মোয়া-মুড়িÑ বাতাসা।

চৈত্রের ধূসর প্রান্তরে আমরা পার হয়ে যাই প্রথম বৃষ্টি ফোঁটার রাত। রোদ ঝলমল দুরন্ত দুপুর। তালপাতায় লেখা প্রেমপত্র। বটগাছের নিচে, মেলায়...

৩.

রঙিন ঘুড়ির মতো উড়ে আসে পাতা কুড়ানো দুপুর। বৈশাখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close