ফকির ইলিয়াস

  ১২ এপ্রিল, ২০১৯

বৈশাখের কবিতা

পৃথিবীর গৃহে গৃহে

ঝড়ের গল্পগুলো লেখা থাকে কালের বোশেখে

আর যারা গীত গেয়ে এইপথ দিয়ে যাবে পাড়ি

এবং পৌঁছে দেবে আহ্বানÑ ছায়াদের বাড়ি

বিজলী ও বজ্রসুখে চিরকাল মৌনতা এঁকে।

দ্রোহ আর ধ্বনি থেকে দীক্ষা নিয়ে শাখার গোপন

পত্রগুলো যে মাটিতে ছড়িয়ে যায় নিজস্ব বিস্তার

আমি তো মানুষ তাইÑ শিখে যাই প্রেমের প্রকার

আর বলি সূচি হোক, কক্ষপথে ধরণির একক ভ্রমণ।

আলো চাই, আরো আলো প্রজন্মের হাতে ধরে হাত

ভয় নেই প্লাবনেও, ভেসে যাক জীর্ণ অতীত

পৃথিবীর গৃহে গৃহে অনাচার আর যত প্রাচীনের ভিত

সকলই তলিয়ে যাকÑ সূর্যস্নানে জাগুক প্রভাত।

বৈশাখি রঙে রঙে উড়–ক এই স্বপ্ন-নিশান

লেখা হোক ঝড়গল্প, পঞ্চসুরে গেয়ে প্রিয় গান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close