বিদেশ ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৬

কিশোরী হত্যার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ

আর্জেন্টিনায় এক কিশোরীকে ভয়াবহ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। তারা নৃশংস এ ঘটনার প্রতিবাদে একঘন্টা কর্মবিরতিও পালন করে। চলতি মাসের গোড়ার দিকে মার দেল প্লাতা শহরে লুসিয়া প্যারেজ(১৬) নামের এক কিশোরীকে প্রথমে মাদক সেবন ও পরে ধর্ষণ করা হয়। একপর্যায়ে সে প্রাণ হারায়।

দুজন লোক তাকে হাসপাতালে ফেলে রেখে চলে যায়। হাসপাতালে তারা বলে, সে অতিরিক্ত মাদক সেবন করেছিল। কিন্তু ডাক্তাররা দেখতে পান লুসিয়া মূলত তীব্র যৌন সহিংসতার শিকার। মানবাধিকার কর্মীরা নারীদের কালো কাপড় পড়ে রাস্তায় বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার আহ্বান জানায়। এ আহ্বানে সাড়া দিয়ে বুধবার বিকেলে হাজার হাজার বিক্ষোভকারী বুয়েন্স আয়ার্স ও অন্যান্য শহরে মিছিল সমাবেশ করে।

এর আগে দিনের প্রথমভাগে দেশটির নারী ও পুরুষ এ ঘটনার প্রতিবাদে এক ঘন্টার কর্মবিরতি পালন করে। এ সময়ে তারা কর্মস্থল ছেড়ে রাস্তায় নেমে আসে। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কৌঁসুলিরা বলছেন, ধর্ষণের আগে লুসিয়াকে মারিজুয়ানা ও কোকেইন সেবন করা হয়। হাসপাতালে নেয়ার পরপরই সে মারা যায়।

প্রধান কৌঁসুলি মারিয়া ইসাবেল সানশেজ সংবাদ মাধ্যমকে বলেন, আমি জানি পেশাগতভাবে এভাবে বলা যায় না, কিন্তু আমিও একজন মা এবং নারী। আমার চাকুরি জীবনে হাজার হাজার ঘটনা দেখেছি। কিন্তু এর কোনটাই ঘৃণিত এ কাজের সমান নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist