বিদেশ ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৬

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের রকেট লঞ্চার স্থাপন

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম দাবিকৃত দ্বীপগুলোতে রকেট লঞ্চার স্থাপন করেছে। চীনের পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, এই রকেট লঞ্চার দিয়ে দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনা প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করা যাবে।

চীনের কূটনৈতিক ও সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, আগস্ট মাসেই হ্যানয় তাদের লঞ্চারগুলো বিরোধপূর্ণ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ৫টি সেনাঘাঁটিতে জাহাজে করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে বেইজিং উদ্বেগ প্রকাশ করেছে। চীনের দাবি ভিয়েতনামকে এই লঞ্চারগুলো ইসরাইল সরবরাহ করেছে। তবে ভিয়েতনাম সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে। ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন অভিযোগটি সম্পূর্ণ ভুল।

দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীনের সাথে ভিয়েতনামের বিরোধ চলছিলো। ভিয়েতনামের লঞ্চার বসানোর এই তথ্য এই এলাকা ঘিরে উত্তেজনাকে আরো উসকে দিয়েছে।

সূত্র- এশিয়া টাইমস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist