আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৭

জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তারক্ষীকে ছুরি হামলা

জেরুজালেমের প্রধান বাসস্টেশনে এক ফিলিস্তিনির ছুরি হামলায় ইসরায়েলি নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববারের এ হামলায় ৩০ বছর বয়সী ওই নিরাপত্তারক্ষীর দেহের ওপরের অংশে আঘাত লাগে। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। ঘটনার বর্ণনায় ইসরায়েলের পুলিশ জানায়, অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ২৪ বছর বয়সী এক ফিলিস্তিনি জেরুজালেমের প্রধান বাসস্টেশনের প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের কাছে যাওয়ার পর পরই নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কোনো ইসরায়েলির ওপর এটিই প্রথম ছুরি হামলা। ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকায় বিক্ষোভ-সংঘর্ষ চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়েও। ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে শনিবার থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করেছে। এ হামলায় দুই যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের দল হামাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist