আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০১৭

ক্যালিফোর্নিয়ায় দাবানল

বাড়ি ছেড়েছে ১৯০০০০ অধিবাসী

যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় কাছাকাছি এলাকার এক লাখ ৯০ হাজার অধিবাসী বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

অগ্নিকা-ে এরই মধ্যে অন্তত কয়েক শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; ফায়ার সার্ভিসের পাঁচ হাজার সদস্য বনের ভেতর বিস্তৃত চারটি অগ্নিকান্ড দমাতে লড়াই করছেন।

গত বৃহস্পতিবার সান ডিয়েগোর উত্তরে আরো একটি এলাকায় অগ্নিকা- শুরু হলে ঘরবাড়ি ছেড়ে যাওয়া অধিবাসীর সংখ্যা আগের তুলনায় চারগুণ বেড়ে যায়। দাবানলের মধ্যেই ভেনচুরা কাউন্টি এলাকায় এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় কর্র্তৃপক্ষের ভাষ্যÑদাবানলে নয়, ওজাই শহরে হওয়া এক গাড়ি দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। অগ্নিকান্ডের কারণে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অন্তত এক লাখ ৮৯ হাজার অধিবাসী এলাকা ছেড়েছে বলে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজ্যটির গভর্নর জেরি ব্রাউন দাবানল বিস্তৃত এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। দাবানল ছড়িয়ে পড়ার পর হোয়াইট হাউস ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। মরুভূমির উত্তপ্ত বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে যাওয়ায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দাবানলের কারণে বৃহস্পতিবারের সব ক্লাস বাতিল করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। অগ্নিকান্ডের সতর্কতা জারি করা এলাকার মধ্যে না পড়লেও ‘অনিশ্চয়তার মুখে’ ক্লাস বাতিলের এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। লস অ্যাঞ্জেলসেও বহু স্কুল বন্ধ রয়েছে। ধন্যাঢ্য এলাকা হিসেবে পরিচিত বেল এয়ারের ছিটমহলের বিভিন্ন বাড়ি থেকে বুধবারই ফায়ার সার্ভিসের সদস্যদের বিভিন্ন চিত্রকর্ম সরিয়ে নিতে দেখা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist