আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০১৭

যৌন হয়রানি : সিনেটর ফ্রাঙ্কেনের পদত্যাগের ঘোষণা

একের পর এক যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের সিনেটর ডেমোক্র্যাট নেতা আল ফ্রাঙ্কেন। বিবিসি জানিয়েছে, তিনি ‘শিগগিরই’ আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন। গত মাসের মাঝামাঝিতে ফ্রাঙ্কেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন রেডিও উপস্থাপক লিয়েন টুয়েডেন। লস অ্যাঞ্জেলস স্টেশন কেএবিসির ওয়েবসাইটে লিয়েন বলেন, কুয়েতে এক অনুষ্ঠানের আগে ফ্রাঙ্কেন তাকে জোর করে চুমু খেয়েছিলেন। ২০০৬ সালের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সৈন্যদের বিনোদন দিতে যে দল পাঠানো হয়, তার সদস্য ছিলেন লিয়েন ও ফ্রাঙ্কেন। ফ্রাঙ্কেন তখনো রাজনীতিতে আসেননি, ছিলেন কৌতুক অভিনেতা। ট্যুর থেকে ফেরার পথে সামরিক বাহিনীর বিমানে ঘুমন্ত অবস্থায় ফ্রাঙ্কেন তার স্তনেও হাত দেন বলে অভিযোগ লিয়েনের। এ রকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। যেখানে ফ্রাঙ্কেনকে বোকা বোকা ভাব নিয়ে ক্যামেরার দিকে তাকানো অবস্থায় লিয়েনের স্তনে হাত দিতে দেখা যাচ্ছে; সামরিক পোশাক পরা লিয়েনের চোখ দুটো তখন বোজা। লিয়েনের অভিযোগের পর তার কাছে ক্ষমা চেয়েছিলেন ফ্রাঙ্কেন। কিন্তু তার বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেলে গত বুধবার প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্যরা ফ্রাঙ্কেনকে পদত্যাগের জন্য চাপ দেন। বিবিসি জানায়, মিনেসোটার এই সিনেটরকে পদত্যাগ করার আহ্বান জানান তার দলেরই ৩০ সিনেটর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist