আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ নভেম্বর, ২০১৭

নিখোঁজ মার্কিন সেনাদের উদ্ধারে তল্লাশি

ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্তের পর নিখোঁজ তিন সেনাকে উদ্ধারে গত বৃহস্পতিবার তল্লাশি অভিযান আরো জোরদার করা হয়েছে। এ অভিযানে মার্কিন বিমানবাহী একটি রণতরী এবং অনেক হেলিকপ্টার ও বিমানের সঙ্গে আটটি যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওকিনাওয়া থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বুধবার বিকেলে ১১ আরোহী নিয়ে সি-২-এ ‘গ্রেহাউন্ড’ বিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সেনাদের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। দুর্ঘটনার পরপরই আট সেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোলান্ড রিগানে নেওয়া হয়। উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রিগান জাপানের সঙ্গে সামরিক মহড়া চালানোর জন্য ফিলিপাইন সাগরে রয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে তাদের সবার অবস্থা ভালো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist