আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ নভেম্বর, ২০১৭

ত্রিপুরায় সাংবাদিক হত্যায় সিনিয়র সামরিক অফিসার গ্রেফতার

মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যে নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুদীপ দত্ত ভৌমিক। সে হত্যার জন্য প্রাথমিকভাবে এক জওয়ানকে গ্রেফতার করে পুলিশ।

তবে সে ঘটনা তদন্তে যেন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে এসেছে।

প্রাথমিকভাবে বলা হয়, ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে এই সাংবাদিকের। এরপর তাকে গ্রেফতারও করা হয়। কিন্তু জানা যায়, সে হত্যার নির্দেশদাতা ছিলেন সিনিয়র সেনা কর্মকর্তা তপন দেববর্মা। তিনি ত্রিপুরার দ্বিতীয় স্টেট রাইফেলসের কমান্ডার। বুধবার ওই হত্যার নির্দেশদাতা হিসেবে তপনকে গ্রেফতার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist